শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মানুষের মস্তিষ্কেরও নিয়মিত আপডেট ঘটে

সাই-টেক ডেস্ক

২০:১৪, ২৪ জানুয়ারি ২০২২

৩৭০

মানুষের মস্তিষ্কেরও নিয়মিত আপডেট ঘটে

সামাজিক যোগাযোগমাধ্যমের নিউজফিডগুলো যেমন বারবার স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ (আপডেটেড) হয়, তেমনিভাবে মানুষের মস্তিষ্কেরও এরকম আপডেট ঘটে।

নতুন এক গবেষণায় এ দাবি করা হয়েছে। এ গবেষণাটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি'র (ইউসি বার্কলি) বিজ্ঞানীরা তাদের গবেষণায় জানতে চেয়েছেন আমাদের মস্তিষ্ক কীভাবে কোনো ছবি দেখার নিরন্তর ছন্দ বজায় রাখে।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। মূল গবেষক ও ইউসি বার্কলি'র অধ্যাপক ডেভিড হুইটনি বলেন, আমাদের মস্তিষ্ক হচ্ছে একটা টাইম মেশিনের মতো। এটি আমাদেরকে অতীতে পাঠানোর চেষ্টা করে সবসময়। এটি অনেকটা একটা অ্যাপ হিসেবে কাজ করে যেটা আমাদের সব ভিজ্যুয়াল ইনপুটকে একত্রিত করে প্রতি ১৫ সেকেন্ড পরপর তা ইমপ্রেশনে পরিণত করে।

এ গবেষণার জন্য ১০০ জন মানুষকে ব্যবহার করা হয়েছে। তাদেরকে সিনেমার অভিনেতা ও তাদের বডি ডাবলদের ভিডিও দেখিয়ে পরীক্ষা করা হয়েছিল।

সূত্র: নিউজ ১৮

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত