মাকে হারালেন আজিজ আহমদ
মাকে হারালেন আজিজ আহমদ
![]() |
আইটি জগতে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ বাংলাদেশি আমেরিকান আজিজ আহমদের মা হোসনে আরা বেগম আর নেই। শুক্রবার (২৮ মে) সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হোসনে আরা বেগম ছিলেন চট্টগ্রামের আনোয়ারা অঞ্চলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আইউব আহমদের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
শুক্রবার বাদ আসর আনোয়ারার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ায় পারিবারিক গোরস্থানে স্বামী আইউব আহমদের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি চার ছেলে পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার ছেলে আজিজ আহমদ যুক্তরাষ্ট্রের মূলধারায় প্রতিষ্ঠিত আইসিটি প্রতিষ্ঠান ইউটিসি অ্যাসোসিয়েটের কর্ণধার। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইসিটি প্রশিক্ষণ বিষয়ক অন্যতম প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রধান। আইসিটির বিভিন্ন ধারায় প্রবক্তা ও উদ্যোক্তা হিসেবে তার বিশ্বের দেশে সুপরিচিত রয়েছে।

আরও পড়ুন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- ডা. ফারজানাকে অভিনন্দন
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ