অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাকে হারালেন আজিজ আহমদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার   আপডেট: ১০:২৩ এএম, ৭ জুন ২০২১ সোমবার

আইটি জগতে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ বাংলাদেশি আমেরিকান আজিজ আহমদের মা হোসনে আরা বেগম আর নেই। শুক্রবার (২৮ মে) সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

হোসনে আরা বেগম ছিলেন চট্টগ্রামের আনোয়ারা অঞ্চলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আইউব আহমদের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। 

শুক্রবার বাদ আসর আনোয়ারার হাইলধর ইউনিয়নের মাইজপাড়ায় পারিবারিক গোরস্থানে স্বামী আইউব আহমদের কবরের পাশে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি চার ছেলে পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

তার ছেলে আজিজ আহমদ যুক্তরাষ্ট্রের মূলধারায় প্রতিষ্ঠিত আইসিটি প্রতিষ্ঠান ইউটিসি অ্যাসোসিয়েটের কর্ণধার। একই সঙ্গে তিনি বাংলাদেশে আইসিটি প্রশিক্ষণ বিষয়ক অন্যতম প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশের প্রধান। আইসিটির বিভিন্ন ধারায় প্রবক্তা ও  উদ্যোক্তা হিসেবে তার বিশ্বের দেশে সুপরিচিত রয়েছে।