সোমবার   ০৬ মে ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১ || ২৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রকৃতিকে কাজের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার এডিবি ও বহুপাক্ষিক ব্যাংকগুলোর

নিউজ ডেস্ক

০০:১৮, ৪ নভেম্বর ২০২১

আপডেট: ০০:১৯, ৪ নভেম্বর ২০২১

৫১২

প্রকৃতিকে কাজের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার এডিবি ও বহুপাক্ষিক ব্যাংকগুলোর

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক (এমডিবিস) প্রকৃতিকে তাদের নীতি, বিশ্লেষণ, মূল্যায়ন, পরামর্শ, বিনিয়োগ এবং কার্যক্রমের মূলধারায় সম্পৃক্ত করার নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছে। 

উচ্চ পর্যায়ের এক যৌথ বিবৃতিতে ব্যাংকগুলো বলেছে, গ্লাসগোতে কপ২৬ সম্মেলনে এই ধরিত্রী এবং মানব স্বাস্থ, কল্যাণ এবং জীবন-জীবিকার ওপর  প্রকৃতির বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করা হয়েছে। খবর বাসস'র। 

বিবৃতিতে বলা হয়, এমডিবিস টেকসই, অন্তর্ভুক্তিমূলক, সবুজ এবং কোভিড-১৯ পরবর্তী পুনরুদ্ধারে সহায়তা দিতে একত্রে কাজ করার অঙ্গীকার ঘোষণা করেছে, যাতে প্রতিটি ব্যাংক নিজ নিজ প্রেক্ষাপটে পরিবেশগত. জলবায়ু, অর্থনৈতিক, জেন্ডার, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক টেকসই মান, সবুজ প্রবৃদ্ধিতে সমর্থন এবং কর্মসংস্থানকে গুরুত্ব দেবে।
 
“এশীয় উন্নয়ন ব্যাংক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং সবার জন্য সমৃদ্ধি তৈরিতে প্রকৃতিকে সুরক্ষা করা জরুরি বলে স্বীকৃতি দেয়।” এ কথা উল্লেখ করে এডিবি প্রেসিডেন্ট মাসাতুগু আসাকাওয়া বলেন, “আমাদের কার্যক্রমে প্রকৃতিকে মূলধারায় রেখে এটিকে কমন এজেন্ডা হিসাবে নিয়েছি।"

অনুমিত হিসাবে ২০১৯ সালে আর্থিক প্রতিষ্ঠানের ১১.২ ট্রিলিয়ন ডলার উন্নয়ন বিনিয়োগের ২৮ শতাংশ জীববৈচিত্র্যে এবং বাস্তুতন্ত্রের ক্ষতির কারণে ঝুঁকির মধ্যে পড়েছে। এমডিবিএস এই ঝুঁকি বোঝার জন্য আরও ভাল কাজ করতে এবং ‘প্রকৃতি বান্ধব’ বিনিয়োগের মাধ্যমে প্রকৃতির ক্ষতি এবং জলবায়ূ পরিবর্তন সামলানোর ব্যাপারে সম্মত হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত