বুধবার   ২২ মে ২০২৪ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নভেম্বর-মার্চ মাসের প্রথম রবিবার বিনামূল্যে জাতীয় চিড়িয়াখানা

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৪৩, ৩০ অক্টোবর ২০২০

আপডেট: ১৯:২৬, ৩১ অক্টোবর ২০২০

৯৬৩

নভেম্বর-মার্চ মাসের প্রথম রবিবার বিনামূল্যে জাতীয় চিড়িয়াখানা

ঢাকা জাতীয় চিড়িয়াখানায় দুটি বাঘ
ঢাকা জাতীয় চিড়িয়াখানায় দুটি বাঘ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মার্চ ২০২১ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। 

১ নভেম্বর (রবিবার) থেকে চিড়িয়াখানা খোলার পূর্বনির্ধারিত শর্তসাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় মন্ত্রণালয়  এ সিদ্ধান্ত নিয়েছে বলে এতে উল্লেখ করা হয়। 

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২০ মার্চ থেকে জাতীয় চিড়িয়াখানা বন্ধ থাকার পর সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বেশকিছু শর্তসাপেক্ষে আগামী ১ নভেম্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরকে চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank