বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এয়ার ফ্রেশনার ব্যবহার করে ১৫ বছর লুকিয়ে রাখা হয় লাশ

সাতরং ডেস্ক

১৫:২৮, ২০ মে ২০২১

৪২৮

এয়ার ফ্রেশনার ব্যবহার করে ১৫ বছর লুকিয়ে রাখা হয় লাশ

বাড়িতে ঢোকার সময় ডাকাতকে হত্যা করেন অস্ট্রেলিয়ান এক ব্যবসায়ী। আর দূর্গন্ধ না ছড়াতে ৭০টিরও বেশি এয়ার ফ্রেশনার ব্যবহার করে ১৫ বছর ধরে লুকিয়ে রাখেন সে মরদেহ। বৃহস্পতিবার (২০ মে) স্থানীয় গণমাধ্যমগুলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। 

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, ২০০২ সালে সিডনির এক বাড়িতে ডাকাতির চেষ্টা করলে ডাকাত শেন স্নেলম্যানকে গুলি করে হত্যা করেন ঘরের মালিক ব্রুস রবার্টস এবং মরদেহটি তার বাড়িতেই রেখে দেন। 

রবার্টস নিজেই ২০১৭ সালে প্রাকৃতিক কারণে মারা গেলে জরুরি পরিষেবাগুলোকে খবর দেন তার প্রতিবেশীরা। তখন ঘর থেকে রবার্টের মরদেহ উদ্ধার হলেও ডাকাতের লাশ খুঁজে পাওয়া যায়নি। 

সম্প্রতি জায়গাটি পরিস্কার করার জন্য একজন ক্লিনারকে দায়িত্ব দেয়া হয়। তখন রবার্টসের ঘরের জঞ্জালের স্তূপ পরিষ্কার করতে গিয়েই স্নেলম্যানের দেহাবশেষ খুঁজে পাওয়া যায়। দূর্গন্ধ দূর করতে ব্যবহার হওয়া ৭০ বোতল এয়ার ফ্রেশনার সে মরদেহের পাশে পাওয়া যায়। 

প্রতিবেশীরা জানায়, রবার্টসকে খুব কমই বাসার বাইরে যেতে দেখা যেতো।  তার বাসায় এক ডজনেরও বেশি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank