বুধবার   ০৮ মে ২০২৪ || ২৫ বৈশাখ ১৪৩১ || ২৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কলম ছাড়াই লিচু গাছে আম!

এস. এম মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও

১৬:১২, ১৮ এপ্রিল ২০২১

আপডেট: ০৭:৩৪, ১৯ এপ্রিল ২০২১

১২৮৩

কলম ছাড়াই লিচু গাছে আম!

কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। কলম করে এক গাছে ভিন্ন ভিন্ন জাতের আম দেখা গেছে। এছাড়া এক ফল গাছে কলম করে অন্য ফল পাওয়ার খবরও নতুন কিছু নয়। কিন্তু ঠাকুরগাঁওয়ে কলম ছাড়াই দেখা মিললো অন্য ফলের!

জেলা সদরের বালিয়া ইউনিয়নের কলোনীপাড়ায় আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে রোপনকৃত লিচু গাছে এমন বিরল দৃশ্য দেখা গেছে। লিচু গাছে আম ধরেছে, এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অবাক করা কান্ড দেখতে ভিড়ও জমাচ্ছেন মানুষ। 

এক স্থানীয় বাসিন্দা জানান, লিচুর গাছে আমের ফল বিষয়টি অবাক করার মতো। আব্দুর রহমান লিচুর গাছে আম ধরেছে এমন কথা তিনি বললে কেউ বিশ্বাস করতেন না। সবাই মনে করতো হয়তো তিনি লিচু গাছে কলম করে আম গাছের চারা রোপন করেছে। কিন্তু তা নয়। আব্দুর রহমানের কথা শুনে এলাকার কয়েকজন মানুষ বাড়িতে গিয়ে দেখেন লিচু গাছে লিচু ফলের সাথে আম ঝুলছে।

এ বিষয়ে গাছের মালিক আব্দুর রহমান জানান, ৫ বছর আগে বাড়িতে লিচু গাছের চারাটি রোপন করি। এবার লিচু গাছে আশানুরুপ মুকুল আসে। গাছ পরিচর্চা করতে গিয়ে চোখে পড়ে লিচুর সাথে একই ডালে একটি আমও ফলেছে। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank