শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুজব বন্ধে টুইটারের নতুন উদ্যোগ

সাই-টেক ডেস্ক

১৮:০৫, ২৬ জানুয়ারি ২০২১

৪৮৬

গুজব বন্ধে টুইটারের নতুন উদ্যোগ

মিথ্যা সংবাদ ছড়ানো বন্ধ করতে গ্রাহকদের সাহায্য চেয়েছে টু্ইটার। সে লক্ষ্যে কোন টুইটকে মিথ্যা বা বিভ্রান্তকর বলে নোটিশ পাঠানোর ব্যবস্থা রাখার ঘোষণাও দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। 

‘বার্ডওয়াচ’ নামের এ প্রকল্পটি প্রাথমিকভাবে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েক দল গ্রাহকের মাঝে। যার মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে মানুষকে প্রভাবিত করা বন্ধ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৫ জানুয়ারি) টুইটার থেকে জানানো হয়, আমরা জানি এ কার্যক্রম কিছুটা সমস্যা তৈরি করবে। তবে তাড়াতাড়ি কোন গুজব বন্ধে এই মডেলটাই কার্যকর বলে মনে করছি।

মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে অনেকদিন ধরেই কাজ করছে বড় সামাজিক মাধ্যমগুলো। গতবছর কোন নিউজ কন্টেন্ট শেয়ারের আগে গ্রাহক তা পড়েছে কিনা এমন প্রশ্নও করা হতো টুইটারে। প্রকল্পটি কতদূর এগিয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি টুইটার।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত