শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হাঙর কি ঘুমায়? উত্তর মিললো নতুন গবেষণায়

সাই-টেক ডেস্ক

১৬:৫৬, ৯ মার্চ ২০২২

৫৬২

হাঙর কি ঘুমায়? উত্তর মিললো নতুন গবেষণায়

গুজব ছিল হাঙর নাকি একদমই ঘুমায় না। কিন্তু এবার সে গুজবের সত্যতা নির্ণয় করলেন বিজ্ঞানীরা।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া'র শিক্ষক মাইকেল কেলি ও তার গবেষণাদল প্রমাণ করেছেন, হাঙরেরও ঘুমের প্রয়োজন পড়ে।

পাখি ও অনেক স্তন্যপায়ী প্রাণী দুইবেলা করে ঘুমায়। একই কাজ করে সামুদ্রিক প্রাণি অক্টোপাসও।

কিন্তু হাঙরের ক্ষেত্রে এদের ঘুম বিষয়ে বিশেষ কিছুই জানা ছিল না এতদিন। তাই বিজ্ঞানীরা ড্রটসবোর্ড হাঙরের ওপর গবেষণা চালান।

এই হাঙরগুলোকে আগে নিশাচর প্রাণি হিসেবে জানতেন তারা। হাঙরের বিশ্রামকালীন সময় ছিল, কিন্তু সেটাকে ঘুম বলে প্রমাণ করতে পারেননি বিজ্ঞানীরা।

কিন্তু এবার হাঙরের বিশ্রামের সময়ে শরীরে অক্সিজেনের মাত্রার পরীক্ষা করলেন তারা। সেই থেকে নিশ্চিত হওয়া গেল পাঁচ মিনিটের বেশি সময় বিশ্রাম করা হাঙর আসলে ঘুমন্ত হাঙর।

পরীক্ষায় জানা যায়, দিনের বেলা বেশিরভাগ হাঙর চোখ বন্ধ করে ঘুমায়। এর কারণ হিসেবে বিজ্ঞানীরা ঘুমের চেয়েও বাহ্যিক বিভিন্ন কারণ যেমন আলো ইত্যাদিকে দায়ী করেন।

অন্যদিকে রাতে ঘুমানোর ক্ষেত্রে ৩৮ শতাংশ হাঙর চোখ খোলা রেখে ঘুমায়। বায়োলজি লেটার্স নামক একটি জার্নালে বর্তমান গবেষণাটি প্রকাশিত হয়েছে।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত