শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রক্তাল্পতায় ভোগেন মহাকাশচারীরা

সাই-টেক ডেস্ক

১২:০৯, ১৬ জানুয়ারি ২০২২

৩৭২

রক্তাল্পতায় ভোগেন মহাকাশচারীরা

মহাকাশে অবস্থান করা নভোচারীদের প্রতিনিয়ত নানা সমস্যার মুখে পড়তে হয়। যোগাযোগজনিত সমস্যা, জ্বালানি নিয়ে চিন্তা ইত্যাদি। এ তালিকায় এবার যুক্ত হলো নতুন আরেকটি সমস্যা।

এক গবেষণায় জানা গেছে, নভোচারীরা রক্তাল্পতায় ভোগেন। কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ গবেষণাটি করেছেন।

গবেষণায় জানা গেছে, মহাকাশে থাকা অবস্থায় নভোচারীদের শরীরে পৃথিবীর তুলনায় ৫৪ শতাংশ বেশি লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। পৃথিবীতে একজন মানুষের শরীরে প্রতি একক সেকেন্ডে ২০ লাখ লোহিত রক্তকণিকা ধ্বংস ও সৃষ্টি হয়। কিন্তু যারা মহাকাশে ছয় মাস অবস্থান করেন, তাদের ক্ষেত্রে এ সংখ্যা ৩০ লাখ।

মহাকাশে কম বা ভিন্ন গ্র্যাভিটির কারণে নভোচারীদের শরীরে ফ্লুইড শিফটের কারণে তাদের শরীরের লোহিত রক্তকণিকার এ পরিবর্তন ঘটে।

কানাডিয়ান স্পেইস এজেন্সির ১৪ জন নভোচারীর সহায়তায় এ গবেষণাটি করা হয়। এটি পরিচালনা করেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর গাই ট্রুডেল।

তবে মহাকাশেও সমপরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো ঠিক কতদিন ধরে মানবদেহ এভাবে ৫০ শতাংশ বেশি লোহিত রক্তকণিকা তৈরি করতে সক্ষম। যেমন মঙ্গল গ্রহে যেতে আসতে সময় লাগবে দুই বছর। টানা দুইবছর শরীর এত বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি করতে পারবে না বলেই জানিয়েছেন গবেষকেরা।

তবে শূন্যে থাকলে শরীরে রক্তাল্পতা টের পাওয়া যায় না। শরীর পুনরায় গ্র্যাভিটির ছোঁয়া পেলেই সমস্যাটি শুরু হয়।

ডেইলি মেইল অবলম্বনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
সাই-টেক বিভাগের সর্বাধিক পঠিত