শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬ বছর ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:৩০, ২৪ মার্চ ২০২৩

২২৬

৬ বছর ভোটে লড়তে পারবেন না রাহুল গান্ধী 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সংসদ সদস্য পদ হারালেন দেশটির বিরোধী দল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী। লোকসভার স্পিকার ওম বিড়লা তার সংসদ সদস্য পদ বাতিল ঘোষণা করেছেন। শুক্রবার লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

মূলত ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। এ আইন বলছে- রাহুল অন্তত আগামী ছয় বছর কোনো ভোটে লড়তে পারবেন না।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে করা মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের সাজা দেন দেশটির একটি প্রাদেশিক আদালত। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় মন্তব্যটি করেন রাহুল। তার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন গুজরাটের এক বিধায়ক। সুরাটের আদালতে সেই মামলার শুনানি চলছিল চার বছর ধরে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত