রোববার   ২০ এপ্রিল ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিলে ভারি বৃষ্টি, ভূমিধসে নিহত ১১

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:০৬, ১৫ জানুয়ারি ২০২৪

২২১

ব্রাজিলে ভারি বৃষ্টি, ভূমিধসে নিহত ১১

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির পর রাস্তাগুলো, রাজ্যের রাজধানী শহরের মেট্রো লাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে।

রোববার রাতে প্রবল বৃষ্টিতে রিও ডি জেনিরো শহরের অ্যাভিনিউগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন দেশটির দমকল পরিষেবা বিভাগ। ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান সড়কগুলোর অন্যতম অ্যাভেনিদা ডে ব্রাজিলে পানি গাড়িগুলোর ছাদ পর্যন্ত পৌঁছে যায়।

আকস্মিক এ বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন।

বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রোস্টেশনগুলোও বন্ধ রাখা হয়।

নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। মেয়র পাইস বাসিন্দাদের বের না হয়ে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি।

ব্রাজিলের দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডি জেনিরো রাজ্যের আটটি শহরে এখনো ভূমিধসের প্রবল ঝুঁকি রয়ে গেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত