শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:০৭, ২৪ মার্চ ২০২৩

১৭৫

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

মাদক কারবারি চক্রের এক নেতাকে ধরতে অভিযানে গিয়ে ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরিওর উত্তর-পূর্বে অবস্থিত সাও গনকালো শহরে ওই সংঘর্ষ ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। তবে গুলিবিদ্ধ তিনজন স্থানীয় বাসিন্দা।

উত্তরাঞ্চলের প্যারা রাজ্য মাদক কারবারি চক্রের মূল হোতা লিওনার্দো কস্তা আরাউজোকে ধরতে ব্রাজিলের রিও রাজ্যের পুলিশ বাহিনী ওই অভিযান চালায়। যাতে হেলিকপ্টার ছাড়াও একাধিক সাঁজোয়া যান যুক্ত ছিল। পরে পুলিশ ও মাদক কারবারিদের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

রিও ডি জেনেরিও রাজ্যের গভর্নর ক্লেওদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা কখনোই রিওকে অন্য রাজ্যের দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেব না।’

সূত্র: রয়টার্স

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত