শুক্রবার   ১৭ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছাড়া হবে শতকোটি মশা

সাতরং ডেস্ক

২২:১০, ১০ মার্চ ২০২২

৫৯৭

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় ছাড়া হবে শতকোটি মশা

মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু ও জিকা ভাইরাস ইত্যাদি প্রতিরোধ করার জন্য মশাকেই ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ জন্য বায়োটেক কোম্পানি অক্সিটেক-কে দেশটির ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় দুইশ কোটি মশা উন্মুক্ত করার অনুমতি দিয়েছে ইউএস এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সি (ইপিএ)।

তবে এগুলো সাধারণ মশা নয় বরং জিনগতভাবে পরিবর্তিত মশা।

প্রায় ২৪০ কোটি মশা ছাড়া হবে ক্যালিফোর্নিয়ায়, আর ফ্লোরিডার জন্য বরাদ্দ ৪০ কোটি মশা।

তবে তাই বলে হুড়হুড় করে সব মশা একসাথে ছেড়ে দেওয়া হবে না। এগুলোকে ২০২২ ও ২০২৪ সালের মধ্যে দুই দফায় ছাড়া হবে।

এই মশাগুলো মূলত জেনেটিক্যালি মডিফাইড পুরুষ এডিস এজিপ্টাই মশা। এগুলো কামড়ায় না। স্ত্রী মশার সাথে সঙ্গমের মাধ্যমে এগুলো স্ত্রী বাচ্চার ভেতরে এক ধরনের প্রোটিন প্রবেশ করিয়ে দেবে।

যার ফলে ওই বাচ্চা বড় হওয়ার আগেই মারা যাবে। এভাবে মশা নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: আইএফএল সায়েন্স

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank