নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন
নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন
![]() |
শোটাইম মিউজিক-এর উদ্যোগে পঞ্চম বারের মতো নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন নিউইয়র্ক সিটির জ্যামাইকায় পিএস ১৩১ এ অনুষ্ঠিত হয়েছে। হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন-৫ উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ l
বেলাল বেগ বলেন, মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, সর্বোপরি তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।
বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতিকে আহ্বায়ক ও ছড়াকার মনজুর কাদেরকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির তত্ত্বাবধায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে হিমুময় হয়ে উঠেছিল পিএস ১৩১ স্কুল প্রাঙ্গণ। লেখক, সাংবাদিক, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব, প্রকাশক, পাঠক, পৃষ্ঠপোষক ও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাবেশে এ সম্মেলন ছিল মুখরিত।
উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি লালন ও বিকাশে দীর্ঘদিন যাবত কর্মরত ‘শোটাইম মিউজিক’ এ র উদ্যোগে এ অনিন্দ্য সুন্দর আয়োজনে প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বইও প্রদর্শন করা হয়েছে।
বই বিনিময়, প্রদর্শন ও বিক্রয় অনুষ্ঠান হুমায়ূন ভক্তসকল উপভোগ করেছেন। নতুন প্রজন্মের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গানে গানে হুমায়ুন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ুন, হুমায়ুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম। আবৃত্তি: আমার আছে জল ,হুমায়ুন স্মৃতিচারণ, গল্পে গল্পে হুমায়ুন।
এ আয়োজনে নৃত্যের মূর্চ্ছণায় দর্শকদের মন ভরিয়ে দিযেছে নৃত্যাঞ্জলি। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুল , সেলিম চৌধুরী এবং উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী, সেলিম ইব্রাহিম, মেহজাবিন মেহাসহ অনেকে।
আগামী বছর জুন ৩-৪, ২০২৩ তারিখে আরো বর্ধিত কলেবরে এ হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন করার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- ডা. ফারজানাকে অভিনন্দন
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ