শনিবার   ০৯ ডিসেম্বর ২০২৩ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩০ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দক্ষিণ কোরিয়া শাখা আওয়ামী লীগের সহ-সভাপতিকে বহিষ্কার

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:১৫, ২৯ জুন ২০২২

১০৯৯

দক্ষিণ কোরিয়া শাখা আওয়ামী লীগের সহ-সভাপতিকে বহিষ্কার

দক্ষিণ কোরিয়া শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুট্টোকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে। ২৮শে জুন মঙ্গলবার সিউলে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। দক্ষিণ কোরিয়া শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম হাছান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে নিয়ম বহির্ভুতভাবে মাত্র দুইজন সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করেন। সেই অবৈধ কমিটির নামে ব্যানার টানিয়ে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে সভা করে। সেই আলোচনা সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাদ দিয়ে চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়।

এসব কারণে রফিকুল ইসলাম ভুট্টোকে আওয়ামী লীগের দক্ষিণ কোরিয়া শাখা থেকে অব্যহতি দিয়ে বহিস্কার করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পরবাস বিভাগের সর্বাধিক পঠিত