শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাদ্রিদে নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক

কবির আল মাহমুদ, স্পেন

১১:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২১

৬০০

মাদ্রিদে নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক

স্পেনের মাদ্রিদে নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদ স্পেনের নবগঠিত কমিটির  অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৮ সেপ্টেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের রাজপুত রেস্টুরেন্টে নবগঠিত এই কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। এই অভিষেককে ঘিরে অনুষ্ঠানস্থল বিপুলসংখ্যক নারায়নগঞ্জ জেলাবাসীসহ প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। তাদের উপস্থিতিতে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নব নির্বাচিত সভাপতি এক্রামুজ্জামান কিরণ। সংগঠনটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইসহাক আহমেদ হিমেল ও সাংগঠনিক সম্পাদক বুল্বুল আহমেদের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটি এম আব্দুর রউফ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোঃ মুতাসিমুল ইসলাম, সর্ব ইউরোপ নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি অস্টিয়া প্রবাসী আহমেদ ফিরোজ, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আর আই এস রবিন।স্বাগত বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটি এম আব্দুর রউফ মন্ডল নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, স্পেনে আঞ্চলিক সংগঠনগুলোর ভালো কাজে বাংলাদেশ দূতাবাস সবসময় সহযোগিতা করবে। মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের গতিধারায় স্পেন প্রবাসীদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি। সংগঠনের উন্নয়নে তিনি দূতাবাসের পক্ষ থেকে কমিউনিটির ইতিবাচক এবং সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাশে  থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আপনারা  আত্মীয়-স্বজন ছেড়ে প্রবাসের মাটিতে গড়ে তুলেছেন এক খণ্ড বাংলাদেশ, চর্চা করেছেন দেশীয় সংস্কৃতি। আপনারা নিজেদের শ্রমে প্রতিষ্ঠিত হচ্ছেন নিজেদের ক্ষেত্রে। আর আপনাদের সার্বিক আচার, আচরণের উপর নির্ভর করছে দেশের সুনাম,ভাবমূর্তি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি জামাল উদ্দিন মনির, আল মামুন, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এইচ এম সুহেল ভূঁইয়া, আবু বক্কর চৌধুরী মামুন, আতাউর রহমান খান, আব্দুল খালেক, কমিউনিটি নেতা আব্দুল খালেক, কুদরত আলী, নূর হোসেন পাটোয়ারী, বেলাল আহমেদ, মাওলানা আসাদুজামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম সেলিম, আব্দুল কায়ূম মাসুক, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, বৃহত্তর  ফরিদপুর  কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খানকে, সাধারণ সম্পাদক তোতা কাজী,নোয়াখালী জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিল,খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক টিটন বিশ্বাস, বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির আহবায়ক কমিটির সদস্য এ কে এম জহিরুল ইসলাম, সুমন নূর, স্পেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তামিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালীসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

অভিষিক্ত নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাসান তারেক, লুৎফুর রহমান, আমির হোসেন , যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আহসান, সহ সাধারণ সম্পাদক শওকত আহমেদ, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খসরু হাসান, হাবিবুর রহমান, তাহের আহমেদ, অর্থ সম্পাদক জাকির শাহ  হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ সুখন, প্রচার সম্পাদক মোঃ রবিন,  সহ প্রচার সম্পাদক রাজ্জাক মিয়া, ক্রীড়া সম্পাদক মেরাজুল আলম চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক গোলাম মোঃ ফয়সাল, শিক্ষা ও সাংষ্কৃতিক সম্পাদক সাদির হোসেন, সহ শিক্ষা ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ রনি,ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, সহ ধর্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দফতর সম্পাদক ফরিদ আহমেদ, সহ দফতর সম্পাদক মোঃ সুমন, সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ উল্লাহ, সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সৃজন, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ইয়াসমিন, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হাসান, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা হামিমা আক্তার রুমি, সহ মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা কামিনী বেগম, সদস্য মোঃ রিপ, মোঃ সুমন, শাওন ভূঁইয়া, মোঃ কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএম আব্দুর রউফ মন্ডল নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজি এনায়েতুল করিম বলেন, কমিউনিটির সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রাখতে এই অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি সকলকে বাংলাদেশি হিসেবে এক প্ল্যাটফর্মে একযোগে কাজ করার আহ্বান জানান।

নারায়নগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন নব নির্বাচিত সভাপতি একরামুজ্জামান কিরন আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে তাদের এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank