মঙ্গলবার   ১৩ মে ২০২৫ || ৩০ বৈশাখ ১৪৩২ || ১৩ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইকুয়েডর ও পেরুতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:১৪, ১৯ মার্চ ২০২৩

ইকুয়েডর ও পেরুতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৪

ইকুয়েডরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ধাক্কা লেগেছে প্রতিবেশী দেশ পেরুতেও। এতে ইকুয়েডরে ১৩ জন এবং পেরুতে ১ জন নিহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পে দুই দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬ দশমিক ৪ কিমি গভীরতায় আঘাত হানে ভূমিকম্পটি।  অনেক স্কুল, অফিস, ঘর-বাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পে কেঁপে ওঠলে ঘর থেকে পথে খোলা জায়গায় নেমেছে আসে বহু মানুষ।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, “ভূমিকম্পটি জনগণের মধ্যে ভীতি তৈরি করেছে তাতে সন্দেহ নেই। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠতে সংশ্লিষ্ট কার্যালয়কে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত