সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ || ১৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিএনএনের জরিপ

৭১ শতাংশ মার্কিনি মনে করেন বাইডেনের গাজানীতি ভুল

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৫৮, ২৯ এপ্রিল ২০২৪

১২১

সিএনএনের জরিপ

৭১ শতাংশ মার্কিনি মনে করেন বাইডেনের গাজানীতি ভুল

ফৌজদারি মামলার অধীনে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের তুলনায় অনেকটাই সুবিধাজনক স্থানে আছেন। এসএসআরএসের সহযোগীতায় সিএনএনের একটি জরিপে এমনটাই উঠে এসেছে।

বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে মূল কারণ হিসেবে তার ভুল গাজা নীতির কথা উল্লেখ করেছে সিএনএন।

জরিপে দেখা গেছে হোয়াইট হাউসে পুনরায় বসার ক্ষেত্রে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প। বেশিরভাগ আমেরিকানরা মনে করেন, শসনামলের তুলনা করলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সময়কাল সফল ছিল। বিপরীতে অধিকাংশ মনে করেন বাইডেন এখন পর্যন্ত ব্যর্থ।

৭১ শতাংশ ভোটার মনে করেন গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে বাইডেন ভুল নীতি গ্রহণ করেছেন। মাত্র ২৮ শতাংশ মার্কিন নাগরিক তার গৃহীত নীতি সমর্থন করেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে জরিপে বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের প্রতি সমর্থন ৪৯ শতাংশেই স্থির রয়েছে। বাইডেনের প্রতি সমর্থন দেখিয়েছে ৪৩ শতাংশ, জানুয়ারিতে ছিল ৪৫ শতাংশ।

প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সবচেয়ে দুর্বল জায়গাগুলো এই জরিপে উঠে এসেছে। নতুন জরিপে ৬০ শতাংশ মানুষ তার নীতিমালা ও কার্যক্রমে ‘ডিসাপ্রুভাল’ (অসম্মতি) জানিয়েছেন। বাকি ৪০ শতাংশ মনে করেন তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন।

৩৫ বছরের কম বয়সী মানুষের ক্ষেত্রে অসম্মতির হার ৮১ শতাংশ। শুধু ডেমোক্র্যাটদের মধ্যে এই হার ৫৩ শতাংশ।

অন্যান্য সমালোচিত বিষয়ের মধ্যে আছে স্বাস্থ্যসেবা নীতিমালা ও শিক্ষার্থীদের ঋণের ব্যবস্থাপনা। উভয় বিষয়ে বাইডেনের নীতি যথাক্রমে ৪৫ ও ৪৪ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে।

অর্থনীতি (৩৪ শতাংশ) ও মূল্যস্ফীতির (২৯ শতাংশ) ক্ষেত্রেও বাইডেনের নীতিমালার প্রতি সম্মতির হার খুবই কম।

৫৫ শতাংশ মার্কিন নাগরিক জানিয়েছেন তারা ট্রাম্পের শাসনামলকে ‘সফল’ মনে করেন। ৪৪ শতাংশ মানুষ একে ‘ব্যর্থ’ বলেছেন। ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর এবং ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলার পর পরিচালিত জরিপে ৫৫ শতাংশ ট্রাম্পের শাসনামলকে ব্যর্থ বলে অভিহিত করেছিলেন।

অপরদিকে, জো বাইডেনের প্রেসিডেন্ট পদের মেয়াদ এখনো শেষ না হলেও ইতোমধ্যে ৬১ শতাংশ মানুষ বলছেন তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। বাকি ৩৯ শতাংশ একে সফল বলেছেন।

১৮ থেকে ২৩ এপ্রিল এই জরিপ পরিচালনা করে সিএনএন। এতে দৈবচয়ন ভিত্তিতে এক হাজার ২১২ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অংশ নেন। অনলাইনে বা টেলিফোনের মাধ্যমে এই জরিপ কার্যক্রম পরিচালনা করে এসএসআরএস।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত