রোববার   ১১ মে ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২ || ১১ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানের টিম ডিরেক্টর হলেন আর্থার

স্পোর্টস ডেস্ক

১৮:৫৩, ২১ এপ্রিল ২০২৩

পাকিস্তানের টিম ডিরেক্টর হলেন আর্থার

আনুষ্ঠানিকভাবে আজ  জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে মিকি আর্থারকে নাম  ঘোষণা করেছে  পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী দশ মাস পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন আর্থার। পাকিস্তান দলের কৌশল প্রণয়ন, পরিকল্পনা ও সবকিছুর বাস্তবায়নে দেখভাল করবেন তিনি। ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের প্রধান কোচের দায়িত্বে থেকেই পাকিস্তানের সাথে কাজ করবেন আর্থার।

ডার্বিশায়ারের সাথে থাকায় বেশিরভাগ সময় অনলাইনেই নিজের কার্যক্রমন পরিচালনা করবেন আর্থার। আগামী এশিয়া কাপে শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচটিতে দলের সাথে থাকবেন আর্থার।

পাকিস্তান দলের  শ্রীলংকা সফর ও আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত সফরে দলের সাথে থাকবেন না আর্থার। তবে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পুরো সময়ই আর্থারকে পাবে পাকিস্তান। এছাড়াও অস্ট্রেলিয়া সফর ও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দলের সাথে থাকবেন আর্থার।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। তার অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিলো পাকিস্তান।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল বোলিং কোচ, প্রোটিয়াদের এন্ড্রু পুটিক ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমানে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। পাকিস্তানের কোচিং স্টাফে এখন একমাত্র পাকিস্তানি হিসেবে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন আব্দুর রেহমান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank