ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান
ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান
![]() |
রানের পাহাড় টপকে জেতার স্বপ্ন হয়তো ভেবেও দেখেনি টাইগাররা। তবে ইতিবাচক থেকেই করে গেছেন ব্যাটিং। তবে স্পিন সহায়ক উইকেটে দাঁড়ানে না পেরে এখন পরাজয়ের প্রহর গুণছেন মুমিনুলরা।
৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় ১০৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তার ঠিক ৩০ রান পরেই সেকেন্ড স্লিপ দিয়ে চার মারতে গিয়ে বোল্ড হন মুমিনুল হক। আর কয়েকবার ‘জীবন’ পাওয়া মুশফিক থামেন দলীয় ১৭১ রানে। তার ব্যক্তিগত সংগ্রহ ৪০ রান। রামেশ মেন্ডিসের হঠাৎ উঠে যাওয়া বলটি তার গ্লাভসে লেগে বন্দি হয় ধনাঞ্জয়া ডি সিলভার হাতে।
টাইগারদের সবচেয়ে হতাশার বিষয় থাকবে সব ব্যাটসম্যানই সেট হয়ে মাঠ ছাড়া। এখন পর্যন্ত আউট হওয়া ৫ জনের কেউই ২০ রানের কম করেননি। সর্বনিম্ন ২৪ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। অন্যান্যদের স্কোর- সাইফ হাসান ৩৪, নাজমুল হোসেন শান্ত ২৬, মুমিনুল ৩২ ও মুশফিক ৪০।
৪৪ ওভার শেষে ১৭৪-৫ এ ব্যাট করছে বাংলাদেশ। জিততে প্রয়োজন আরও ২৬৩ রান। আর ড্র করতে লড়ে যেতে হবে আরও ১০৭ ওভার।
উইকেটে এখন ব্যাট করছেন শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তাই আর কতটা সংগ্রাম করতে পারবেন এ নিয়ে আছে শঙ্কা।

আরও পড়ুন

জনপ্রিয়
- ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের আধিপত্য
- পৃথিবীর দিকে হাত বাড়াও ঈশ্বর, ফুটবল ঈশ্বর তোমার দিকে হাত বাড়িয়েছে
- ফুটবল দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই বড় অর্জন: শেষ সাক্ষাৎকারে ম্যারাডোনা
- ফিরলেন মুমিনুল-মুশফিকও, উইকেটে শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান
- দেশের ফুটবল আবারও সালাউদ্দিনের হাতে
- ফিরে যাচ্ছেন সাকিব
- আইপিএল ২০২০
সূর্য কিরণে পুড়লো রাজস্থান - এভারিস্তো: যে ব্রাজিলিয়ানকে সমান ভালোবাসে রিয়াল-বার্সা
- ঠিক হলো এল ক্লাসিকোর দিনক্ষণ
- কাল শুরু হচ্ছে ৫ দলের লড়াই
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কোন দল কেমন, সম্ভাব্য একাদশ