রোববার   ১১ মে ২০২৫ || ২৮ বৈশাখ ১৪৩২ || ১১ জ্বিলকদ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচ ব্র্যাডবার্ন

স্পোর্টস ডেস্ক

১৯:০৫, ৮ এপ্রিল ২০২৩

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের প্রধান কোচ ব্র্যাডবার্ন

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের দুই ফরম্যাটের আসন্ন  সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দলটির  সাবেক ফিল্ডিং কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন কোচিং প্যানেলে ব্র্যাডবার্নের সহকারী কোচ হিসেবে থাকছেন আব্দুল রেহমান। ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে অ্যান্ড্রু পুটিককে। বোলিং কোচের দায়িত্বে বহাল থাকছেন উমর গুল। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একই দায়িত্ব পালন করেছিলেন রেহমান ও গুল।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে বোলিং কোচ করার সিদ্বান্ত নিয়েছে পিসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকার কারনে আপতত দলের দায়িত্ব নিতে পারছেন না মরকেল। আইপিএল শেষে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলে যোগ দিবেন তিনি।

আগামী ১১ এপ্রিল পাকিস্তানে এসে অন্তবর্তীকালীন দায়িত্ব শুরু করবেন ব্র্যাডবার্ন-পুটিক। ২০১৮ সালে প্রথমবার পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব পান ব্র্যাডবার্ন। এরপর হাই-পারফরমেন্স দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। রমিজ রাজা পিসিবির সভাপতি হওয়ার পর  ২০২১ সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান ব্র্যাডবার্ন।

চলতি বছরের ফেব্রয়ারিতে চুক্তি শেষ হবার পর পাকিস্তান দলের দায়িত্ব ছাড়েন সাকলাইন মুশতাক। তার মেয়াদ শেষে এখনও কোচ হিসেবে কাউকে নিয়োগ দিতে পারেনি পিসিবি। নিউজিল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন দেশটির সাবেক কোচ মিকি আর্থার।

আগামী ১৪ এপ্রিল থেকে টি-টোয়েন্টি ও ২৬ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank