শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম প্রায়োরিটি দেশের জন্য খেলা: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক

১৬:৩৯, ২৬ মার্চ ২০২৩

২৭৭

প্রথম প্রায়োরিটি দেশের জন্য খেলা: হাথুরুসিংহে

চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পেয়েছে তিন ক্রিকেটার। সাকিব-লিটনের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলার জন্য অনাপত্তি পত্র চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেন এই তিন ক্রিকেটার।
 
তবে জাতীয় দলের খেলা থাকায় আইপিএলের শুরুর দিকে ছাড়পত্র পাচ্ছেন না সাকিব-লিটন। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে নামার আগে রোববার (২৬ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে সাকিব ও লিটনের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে হাথুরুসিংহে বলেন, ‘তাদের সঙ্গে মোস্তাফিজও তো আছে তাই না? তিনজন খেলোয়াড়, হ‌্যাঁ। আমি মনে করি, বোর্ডের সিদ্ধান্ত দেশের জন্য আগে খেলা। আর নিলামে নাম তোলার আগে তাদেরকে একই বার্তা দিয়েছে বোর্ড। সিদ্ধান্ত একই আছে।’

আইপিএলে খেললে স্কিলের উন্নতি হবে মানলেও দেশ সবার আগে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আইপিএলে অংশগ্রহণ করলে তাদের স্কিলের উন্নতি হবে এটা সত্য। এটা নিয়ে কোনো সন্দেহও নেই আইপিএল টপ ক্লাস টুর্নামেন্ট। কিন্তু নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে দেশের জন্য খেলা।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank