শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারে আবারও গুলিতে নিহত ৭, চীনা কারখানায় আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:২৮, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১৮:৪১, ৭ এপ্রিল ২০২১

৪১৩

মিয়ানমারে আবারও গুলিতে নিহত ৭, চীনা কারখানায় আগুন

মিয়ানমারে বুধবার (৭ এপ্রিল) নিরপাত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন।
মিয়ানমারে বুধবার (৭ এপ্রিল) নিরপাত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন।

মিয়ানমারে আবারও বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে সামরিক জান্তা। বুধবার (৭ এপ্রিল) নিরপাত্তা বাহিনীর গুলিতে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। 

সামরিক জান্তা থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সীমা ছাড়িয়ে গেছে এবং তাদের কর্মকাণ্ড মিয়ানমারকে ধ্বংস করছে। 

রয়টারের প্রতিবেদনে বলা হয়, ইয়াঙ্গুনের উত্তর-পশ্চিমাঞ্চলিয় শহর ‘কালে’ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভে নামে মানুষজন। সেখানে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়্। মিজিমা ও ইয়ারিওয়াদ্দি সংবাদমাধ্যমে সংবাদটি নিশ্চিত করা হয়। 

আর মিয়ানমার নাউ এর প্রতিবেদনে বলা হয়, ইয়াঙ্গুনের কাছে বাগো শহরে দুজন বিক্ষোভকারী নিহতে হয়েছেন।  

এদিকে ইয়াঙ্গুনের চীনের মালিকানাধীন এক তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। সেখানে কোন হতাহত বা ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়নি। সামরিক বাহিনীর অভিযোগ এখানে বিক্ষোভকারীরা আগুন লাগিয়েছে। 

একটি মানবাধিকার সংগঠন থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত ৫৮০ জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত