শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার

ইন্টারন্যাশনাল ডেস্ক

০৮:০৮, ৬ এপ্রিল ২০২১

৪০৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিবারের ৬ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে একটি বাড়ি থেকে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) সকালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া পরিবারটির সবার মরদেহ উদ্ধার করা হয়। 

প্রাথমিক অনুসন্ধানের তথ্যমতে, পরিবারের দুই ভাই প্রথমে অন্য চারজনকে গুলি করে হত্যা করে পরে তারা নিজেরাই আত্মহত্যা করেছে। 

ডালাসের পুলিশ শেরিফ জন ফেল্টি জানান, দুই ভাইয়ের একজনের বন্ধু ফোন করে জানান তারা আত্মহত্যাপ্রবণ হয়ে উঠছে। বিষয়টি সম্পর্কে জানতে তাদের বাড়িতে যান অ্যালেন শহরের পুলিশ। পুলিশ গিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করেন। শনিবার বা রবিবার এই হত্যা-আত্মহত্যা হতে পারে। 

তিনি বলেন, আমরা ধারণা করছি ঘটনার আগে দুই ভাই একটি চুক্তিতে আসে যে পরিবারকে হত্যা করে নিজেরা আত্মহত্যা করবে। 

ফেল্টি আরও বলেন, দুই ভাইয়ের একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা পোস্ট দিয়ে পরিবারকে হত্যার পর আত্মহত্যার কথা জানান্ আরে সেখানে সিদ্ধান্ত ভেবে-চিন্তে করা হচ্ছে তা লেখেন। পোস্টে টেলিভিশন সিরিজ ‘দ্য অফিস’ যেভাবে শেষ হয় সে বিষয়ে হতাশা প্রকাশ করা হয়। কারণ তিনি লম্বা সময় ব্যয় এটি দেখেছেন এবং শেষটা আরও ভালো হতে পারতো বলে তার আশা ছিল। 

তিনি বলেন, নিহতের নাম পরে প্রকাশ করা হবে। নিহতদের মধ্যে রয়েছে দুই ভাই, এক বোন, তাদের বাবা-মা ও নানি। তাদের বয়স ১৯ থেখে ৭০ বছর পর্যন্ত। কে কাকে গুলি করেছেন তা এখনও নিশ্চিত নয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত