শনিবার   ১২ জুলাই ২০২৫ || ২৭ আষাঢ় ১৪৩২ || ১৪ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সবাইকে সপ্তাহে দুইবার করোনা পরীক্ষার সুযোগ দেবে ইংল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪৪, ৫ এপ্রিল ২০২১

সবাইকে সপ্তাহে দুইবার করোনা পরীক্ষার সুযোগ দেবে ইংল্যান্ড

আগামী শুক্রবার (৯ এপ্রিল) থেকে প্রতি সপ্তাহে ইংল্যান্ডের সব নাগরিককে দুইবার করে করোনা পরীক্ষা করার সুযোগ দেয়া হবে। সরকারের করোনা পরীক্ষার কর্মসূচির আওতা বাড়িয়ে এ ব্যবস্থা করা হয়েছে। 

মাত্র ৩০ মিনিটে ফলাফল জানানো দ্য ল্যাটেরাল ফ্লো কিট ইতোমধ্যে ডাকযোগে করোনা পরীক্ষার বুথ ও ফার্মাসিগুলোতে পাঠানো শুরু হয়েছে। 

এছাড়া স্কুল, কলেজের শিশু ও তাদের পরিবার এবং কাজের বাইরে যাওয়া সবার জন্য এই কর্মসূচি বাস্ততায়ন শুরু হয়েছে। 

ইংল্যান্ডের স্বাস্থ্য সচিব আশা করছেন এতে অনেকটাই সাফল্য আসবে এবং পরবর্তীতে লকডাউন এড়াতে সহায়তা করবে। অনেকে অবশ্য অর্থের অপচয় বলে ইতোমধ্যে সমালোচনা শুরু করেছেন। 

রবিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রীদের সাথে বৈঠকে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্তের পর এ ঘোষণা দেন। আগামী ১২ এপ্রিল থেকে দেশটির সাধারণ দোকানপাট খোলা থাকবে, পাব ও রেস্টুরেন্টেগুলোও আউটডোর সার্ভিস চালু রাখবে।

এছাড়া জনসমাগমের জায়গায় যাওয়ার যোগ্যতা হিসেবে ভ্যাকসিন নেয়া ও প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষদের জন্য 'করোনাভাইরাস পাসপোর্ট' তৈরির পরিকল্পনার কথা ঘোষণা দেন তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত