শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিলিস্তিনিদের জন্য ভ্যাকসিনও আটকে দিল ইসরায়েল

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:২২, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৫৩২

ফিলিস্তিনিদের জন্য ভ্যাকসিনও আটকে দিল ইসরায়েল

ফিলিস্তিন অধ্যুষিত গাজা উপত্যকায় দুই হাজার ডোজ করোনার টিকা দিয়েছিল রাশিয়া। তবে সেখানে তা পৌঁছতে দেয়নি ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজার বাসিন্দাদের স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু দেখার দায়িত্ব আমাদের। কিন্তু আন্তর্জাতিক নীতিমালা ভেঙে তাদের মৌলিক অধিকার হরণ করেছে ইসরায়েল।

রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুই হাজার ডোজের চালান গাজায় পাঠায়  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তা আটকে দেয় ইসরায়েলি বাহিনী। 

অবরুদ্ধ উপত্যকার হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত স্বাস্থ্যকর্মীদের দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে এগুলো পাঠানো হয়েছিল।

ফিলিস্তিনে এখন পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৪৪৪ জন প্রা্ণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৯৩৬ জন। জনগণের জন্য টিকা পেতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তারা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত