বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাপানে ৯.০ মাত্রার ভূমিকম্প, আহত শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৫:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২১

৬৮৮

জাপানে ৯.০ মাত্রার ভূমিকম্প, আহত শতাধিক

জাপানে ৯.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে বহু লোক আহত হয়েছেন। শনিবার রাত ১১টার পর দেশটির ফুকুসিমায় এ ভূকম্পন আঘাত হানে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে ভয়ংকর ভূমিকম্প আঘাত হানার ১০ বছর পর আবার তা হানলো। ওই সময় ব্যাপক সুনামি সৃষ্টি হয়েছিল। পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফাটল ধরে বিকিরণ ছড়িয়ে পড়ে।

এদিন সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা বলেন, আমরা ফুকুসিমা ও মিয়াগি অঞ্চলে অনেকের আহত হওয়ার খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কোনও মৃত্যুর সংবাদ পাইনি।

দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা বলছে, এ শক্তিশালী ভূমিকম্পে ফুকুসিমা ও টোকিও অঞ্চলে ৭৪ জন আহত হয়েছেন। গেল রাতে রাজধানীতে ভূকম্পনের তীব্রতা অনুভূত হয়। তবে স্থানীয় মিডিয়া বলেছে, অন্তত ১০৪ জন আহত হয়েছেন। জানালার কাচ ভেঙে অনেকে আহত হয়েছেন।

তবে ফুকুসিমা পারমাণবিক প্লান্টে কোনও অস্বাভাবিকতা দেখা যায়নি। ২০১১ সালের ভূমিকম্পে এতে ফাটল সৃষ্টি হয়ে বিকিরণ ছড়ায় এবং সুনামির সৃষ্টি হয়। সেই দুর্যোগে ১৮ হাজারের বেশি লোক মারা যান।

জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফুকুসিমার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভূগর্ভের ৬০ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে। প্রায় এক দশক আগে এখানেই ভয়ানক ভূকম্পনের সৃষ্টি হয়েছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত