মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫ || ২২ আশ্বিন ১৪৩২ || ১২ রবিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারী সাংবাদিককে হুমকি, বাইডেনের সহকারীর পদত্যাগ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২১

নারী সাংবাদিককে হুমকি, বাইডেনের সহকারীর পদত্যাগ

নারী রিপোর্টারকে হুমকি দিয়ে বরখাস্ত হওয়া হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি টিজে ডাকলো পদত্যাগ করেছেন। বিবিসি জানিয়েছে, ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে ডাকলো ওই সাংবাদিককে ‘শেষ করে দেওয়ার’ করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

টুইটারে একটি স্বীকারোক্তিমূলক পোস্টে ডাকলো বলেছেন, ‘আমি যে ভাষায় কথা বলেছি তা জঘন্য ছিল। কোনো শব্দই আমার অনুতাপ, বিবৃত অবস্থা প্রকাশ করতে পারছে না। কোনো নারী অন্যের থেকে এ ধরনের কথা শুনতে চাইবেন না, বিশেষ করে তিনি যখন তার পেশাগত দায়িত্ব পালনে থাকবেন।’

পালমেরি নামের ওই নারী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অভিযোগের পর ডাকলো গত শুক্রবার বরখাস্ত হন। এই নারী রিপোর্টার ডাকলোর একটি সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন। যার সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি বাইডেনের নির্বাচনী প্রচারণার দায়িত্বে ছিলেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর বলেছেন, কোনো সহকর্মীর সঙ্গে অসদাচরণ তার প্রশাসন সহ্য করবে না। এ রকম ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ, সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে।

সিএনএনের সাংবাদিক জ্যাকি ট্যাপার বলেছেন, বাইডেন প্রশাসনে যুক্ত কেউ সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করলে একই ধরনের কঠিন শাস্তি পাওয়া উচিত।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত