মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১ || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৪৪, ১৭ নভেম্বর ২০২৩

২৮৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে দেশটির মিন্দানাও অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। উৎপত্তিস্থল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে, আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মিয়ানমার-চীন সীমান্ত অঞ্চলে আজ সকালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত