২০২৪ সালের নির্বাচনে বিজেপির জন্য বিস্ময় অপেক্ষা করছে: রাহুল গান্ধী
২০২৪ সালের নির্বাচনে বিজেপির জন্য বিস্ময় অপেক্ষা করছে: রাহুল গান্ধী
![]() |
চলতি বছরের শেষের দিকে ভারতে পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এর মধ্যে চারটি রাজ্যেই বিজয়ী হবে দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল কংগ্রেস। এমনটাই দাবি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ ছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও কংগ্রেস জোট বিজয়ী হবে বলে উল্লেখ করেন দলটির সাবেক সভাপতি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ রোববার রাজধানী দিল্লিতে একটি গণমাধ্যমের কনক্লেভ অনুষ্ঠানে রাহুল বলেন, তার দল তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে জিততে চলেছে। বছরের শেষের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন।
খবরে বলা হয়েছে, যে পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে; তার মধ্যে মধ্যপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু দলীয় কোন্দলের জেরে চাপে রয়েছে বিজেপি। এ ছাড়া ছত্তিসগড় ও রাজস্থান কংগ্রেস-শাসিত এবং তেলেঙ্গানা বিআরএসের দখলে রয়েছে।
অন্যদিকে মণিপুরের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির জেরে বেজায় চটে রয়েছে মিজোরামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটসঙ্গী এমএনএফ। সবমিলিয়ে পাঁচটি রাজ্যে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হবে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকা বিজেপি।
এ সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও জয়ী হবে তার দল। বিজেপির জন্য ওই নির্বাচনে বিস্ময় অপেক্ষা করছে। এক্ষেত্রে বিজেপি-শাসিত কর্ণাটক রাজ্যের উদাহরণ টানেন তিনি। যে রাজ্যে বড় ব্যবধানে জয় পেয়েছে কংগ্রেস।
রাহুল বলেন, কর্ণাটকে কংগ্রেস একটি খুব গুরুত্বপূর্ণ পাঠ শিখেছে এবং এখন সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। গত মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।

আরও পড়ুন

জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!