রোববার   ০৬ অক্টোবর ২০২৪ || ২০ আশ্বিন ১৪৩১ || ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:০১, ৪ জুন ২০২৩

৩১০

নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী আঙ্কারার কানকায়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে তুর্কির নতুন মন্ত্রিসভা উন্মোচন করেন তিনি।

এরদোয়ান শনিবার (৩ জুন) সাবেক উপ-প্রধানমন্ত্রী সেভদেত ইলমাজকে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

১৭ জন মন্ত্রী নিয়ে তুরস্কের নতুন মন্ত্রিসভার গঠন করা হয়েছে। এতে প্রায় সবই নতুন মুখ যুক্ত করেছেন এরদোয়ান। শুধুমাত্র স্বাস্থ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেননি।

এর আগে শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর ৩টার দিকে গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর মাধ্যমে ২০ বছরের শাসনকে আরও পাঁচ বছরের জন্য প্রসারিত করবেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।

শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ২১টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩টি দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা ছিলেন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত