রোববার   ০৪ জুন ২০২৩ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ || ১৩ জ্বিলকদ ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমাদের পুতিনের তীব্র আক্রমন

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩:১৯, ২৭ মার্চ ২০২৩

১০৮

পশ্চিমাদের পুতিনের তীব্র আক্রমন

পশ্চিমাদের ফের একহাত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেন সংঘাতের ‘সূচনাকারী ও উসকানিদাতা’ হিসেবে অভিহিত করেছেন।

সাংবাদিক ও টিভি উপস্থাপক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের ‘সংঘাতের সূচনাকারী ও উসকানিদাতা অভিহিত করে পুতিন বলেন, তারা আজ আরও লক্ষাধিক অস্ত্র-শস্ত্র, হার্ডওয়্যার এবং আরও অনেক কিছু হস্তান্তর করছে অথচ তারা ভান করছে যে এতে তাদের কোনো হাত নেই। খবর বার্তা সংস্থা তাস’র।

পুতিন বলেন, সশস্ত্র অভ্যুত্থানের সূচনা তখনই হয় যখন আমাদেরকে ক্রিমিয়ার জনগণকে রক্ষা করতে বাধ্য করা হয়েছিল এবং এইভাবেই আমরা ডনবাসকে সমর্থন দিয়ে যাই।

ইউক্রেনের সাবেক নেতৃত্বও কিছু ভুলের জন্য দায়ী উল্লেখ করে পুতিন বলেন, তবে তা ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত