বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম সমাবেশ করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:২৪, ২৬ মার্চ ২০২৩

৩২০

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম সমাবেশ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম নির্বাচনী প্রচারণা চালান। টেক্সাসে প্রচারণার সময় সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে তদন্তের সমালোচনাও করেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ মার্চ) 'সবার জন্য ন্যায়বিচার' গানটি গেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্পের রেকর্ড করা অঙ্গীকারের একটি ভিডিও দেখানো হয়। 

২০২১ সালে যারা ক্যাপিটল হিলের সামনে দাঙ্গা করেছিল তাদের পক্ষে ট্রাম্প বলেছেন, তারা সবাই নির্দোষ প্রমাণিত হবে। তিনি তার বিরুদ্ধে তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেছেন।

ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময় ঘুষের বিষয়টি প্রকাশ্যে আসার পর তিনি এ কথা বলেন।

মার্কিন কৌঁসুলিরা পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার জন্য ট্রাম্পকে অভিযুক্ত করতে যাচ্ছেন। এই খবর পাওয়ার পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, তাকে গ্রেফতার করা হতে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত