শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আফ্রিকার উদ্দেশ্যে ইউক্রেন ছেড়েছে জাতিসংঘের শস্যবাহী জাহাজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:২৮, ১৬ আগস্ট ২০২২

২৭৬

আফ্রিকার উদ্দেশ্যে ইউক্রেন ছেড়েছে জাতিসংঘের শস্যবাহী জাহাজ

বৈশ্বিক খাদ্য সংকটে স্বস্তি দিতে চুক্তির পর, মঙ্গলবার ইউক্রেন থেকে শস্য বোঝাই জাতিসংঘের একটি চার্টার্ড জাহাজ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ইউক্রেনের জাহাজ চলাচল মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। অবকাঠামো মন্ত্রণালয় থেকে জানানো হয়, এমভি ব্রেভ কমান্ডার কৃষ্ণ সাগরের পিভডেনি বন্দর ত্যাগ করেছে এবং ইথিওপিয়ার উদ্দেশে জিবুতি যাত্রা করবে। খবর এএফপি’র। জাহাজটি ২৩ হাজার টন গম বহন করছে।

ফেব্রুয়ারিতে রুশ অভিযানের পর, এটিই ইউক্রেন ছেড়ে যাওয়া জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর চার্টার করা প্রথম জাহাজ। সরকার বলেছে, তারা আশা করছে যে দুটি বা তিনটি অনুরূপ চালান শীঘ্রই এটি অনুসরণ করবে। উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়া বিশ্বের বৃহত্তম শস্য রপ্তানিকারকদের মধ্যে অণ্যতম দুটি দেশ।

রুশ অভিযানের প্রেক্ষিতে কৃষ্ণ সাগরে শস্য সরবরাহ বন্ধ হওয়ার পর, কিয়েভ ও মস্কো গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তিতে সম্মত হয়। চুক্তির ফলে ইউক্রেনের বন্দরগুলি থেকে রুশ অবরোধ তুলে নেয়া হয় এবং কিয়েভের স্থাপন করা নৌ-মাইনগুলির মাধ্যমে নিরাপদ করিডোর স্থাপন করা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত