শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ || ১২ পৌষ ১৪৩২ || ০৫ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে গুলিতে আহত ৪, বন্দুকধারী নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:০৭, ২৪ জানুয়ারি ২০২২

৫৫৬

জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে গুলিতে আহত ৪, বন্দুকধারী নিহত

জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে একটি লেকচার হলের ভেতর গুলি চালিয়ে চারজনকে আহত করেছে জনৈক বন্দুকধারী। এদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে ওই বন্দুকধারী নিহত হয়েছে। তবে কীভাবে নিহত হয়েছে তা জানায়নি পুলিশ।

পুলিশের তথ্যমতে, 'লম্বা একটি বন্দুক' নিয়ে হামলা চালিয়েছে ওই আক্রমণকারী। দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে, ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ছিলেন এবং তিনি একাধিক অস্ত্র বহন করছিলেন।

কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়টি ফ্রাঙ্কফুর্টের দক্ষিণে অবস্থিত। এটি জার্মানির শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের একটি।

সূত্র: এবিসি নিউজদ্য গার্ডিয়ান

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত