বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ || ১৭ পৌষ ১৪৩২ || ০৯ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসন্ন নির্বাচনে গাদ্দাফি পুত্রকে অযোগ্য ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৩১, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৩:৪০, ২৫ নভেম্বর ২০২১

৪০২

আসন্ন নির্বাচনে গাদ্দাফি পুত্রকে অযোগ্য ঘোষণা

লিবিয়ার আসন্ন নির্বাচনে গাদ্দাফি পুত্রকে অযোগ্য ঘোষণা করা হয়েছে
লিবিয়ার আসন্ন নির্বাচনে গাদ্দাফি পুত্রকে অযোগ্য ঘোষণা করা হয়েছে

লিবিয়ার নির্বাচন কমিশন গাদ্দাফি-পুত্র প্রেসিডেন্ট পদপ্রার্থী সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করেছে। 

বুধবার (২৪ নভেম্বর) দেশটির হাই ন্যাশনাল ইলেকশনস কমিটি'র ইস্যু করা এক  তালিকায় অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। খবর এপি'র।

সাইফ গাদ্দাফির নামে অতীতে অভিযোগ ও আদালতের দণ্ডাদেশ থাকার কারনে তাকে নির্বাচনে লড়া থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইলেকশনস কমিটি। তবে চাইলে তিনি এ আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

আন্দোলনকারীদের প্রতি সহিংস আচরণ করার অভিযোগে ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত সাইফকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। যদিও এ রায়ের সমালোচনা হয়েছিল অনেক। ২০১১ সালে গাদ্দাফির বিরুদ্ধে গণআন্দোলনের সময় সাইফ মানবতাবিরোধী অপরাধ করেছেন এ অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে পরোয়ানা রয়েছে।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সাইফ গাদ্দাফিকে একজন প্রভাবশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়ছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত