বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন টিকা দেওয়ার সুপারিশ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:৩৫, ১২ অক্টোবর ২০২১

৩৬৭

ভারতে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিন টিকা দেওয়ার সুপারিশ

ভারতে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।

চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পাওয়া দ্বিতীয় টিকা। গত আগস্টে জাইডাস ক্যাডিলার তিন ডোজের ডিএনএ টিকা প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সী শিশুদের ওপর প্রয়োগের অনুমোদন পায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত সেপ্টেম্বরে ১৮ বছরের কম বয়সীদের ওপর কোভাক্সিনের ট্রায়াল পরিচালনা করেছে হায়দ্রাবাদভিত্তিক ভারত বায়োটেক। চলতি মাসের শুরুতে ড্রাগস অ্যান্ড কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে ওই ট্রায়াল সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়। সেই তথ্য পর্যালোচনা করেই শিশুদের উপর কোভাক্সিন প্রয়োগের ছাড়পত্র দিয়েছে সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)।

নির্দিষ্ট বয়সসীমার শিশুদের কোভ্যাক্সিন প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। 

শিশুদের জন্য অনুমোদন পেতে যাওয়া সম্ভাব্য তৃতীয় টিকা হতে যাচ্ছে সেরাম ইনস্টিটিউটের নোভাভ্যাক্স। গত মাসে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এই টিকাটি ৭ থেকে ১১ বছর বয়সীদের ওপর পরীক্ষার অনুমোদন দেয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত