শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০ দেশের পর্যটকদের জন্য খুলছে থাইল্যান্ডের দুয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:১৮, ১২ অক্টোবর ২০২১

৪১৭

১০ দেশের পর্যটকদের জন্য খুলছে থাইল্যান্ডের দুয়ার

ধারাবাহিকভাবে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমতে থাকায় পর্যটকদের জন্য খুলছে থাইল্যান্ড। তবে সেটি সবার জন্য না। পূর্ণ দুই ডোজ টিকা নেওয়া ১০ দেশের পর্যটকদের জন্য আকাশপথ খুলে দেওয়ার পরিকল্পনা করেছে থাইল্যান্ড।

আগামী ১ নভেম্বর থেকে এই পরিকল্পনা কার্যকর করার কথা ভাবা হচ্ছে। ঝুঁকি থাকার পরও পর্যটনশিল্পনির্ভর অর্থনীতিকে বাঁচানোর জন্য এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।

করোনার কারণে পর্যটন খাত বন্ধ থাকায় ভয়াবহ সংকটে পড়েছে ইংল্যান্ড। সেই সংকট কাটিয়ে উঠতে প্রাথমিকভাবে ১০ দেশের পর্যটকদের দেশটির দুয়ার উন্মুক্ত করা হচ্ছে। কিন্তু ১০টি দেশকে দেওয়া হবে সেই সুযোগ? জানা গেছে, পূর্ণ তালিকা চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে।

থাইল্যান্ডের জাতীয় আয়ে পর্যটন খাতের অবদান প্রায় ২০ শতাংশ। প্রতি বছর দেশটিতে কয়েক কোটি পর্যটক ছুটি কাটাতে যান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত