শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রেসিডেন্ট হত্যায় জড়িত থাকার অভিযোগ খারিজ হাইতির প্রধানমন্ত্রীর

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২১

২৯৬

প্রেসিডেন্ট হত্যায় জড়িত থাকার অভিযোগ খারিজ হাইতির প্রধানমন্ত্রীর

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি তার বিরুদ্ধে প্রেসিডেন্ট জোভনেল ময়েসের হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহকে খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি ‘উগ্র রাজনৈতিক স্বার্থে’ উদ্দেশ্যমূলক গোলযোগ।

সামাজিক নেটওয়ার্কে পোস্ট করা সরকার প্রধানের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আরও বলা হয়, ‘প্রেসিডেন্ট হত্যার রাতে ঘটনাস্থলের কাছ থেকে টেলিফোন কথোপকথন নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে একটি সাজানো ঘটনা এটি।’

ময়েসকে গত ৭ জুলাই পোর্ট-অ-প্রিন্সে তার বাসভবনে গুলি করে হত্যা করা হয়। এই হামলার আদেশদাতা সন্দেহে কয়েক ডজন লোককে গ্রেফতার করা হয়েছে। তবুও ঘটনার রহস্যের জট খোলেনি।

মঙ্গলবার পোর্ট-অ-প্রিন্সে ফেডারেল কৌঁসুলির মর্যাদার সরকারি কমিশনার বিচারককে হেনরির বিরুদ্ধে অভিযোগ আনার দাবি জানান। হত্যার কয়েক ঘন্টার মধ্যে প্রধান সন্দেহভাজনদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা জোসেফ ফিলিক্স বাদিও’র সঙ্গে হেনরির টেলিফোন আলাপ হয়েছে বলে এই অভিযোগ ওঠে।

ময়েসের হত্যার পর তার বাসভবনের কাছে থেকে ৭ জুলাই ভোরে বাদিও দুইবার এরিয়েল হেনরিকে ফোন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বিচারককে অভিযোগ আনার অনুরোধ জানানোর কয়েক ঘন্টার মধ্যে হেনরি সরকারি কৌঁসুলিকে বরখাস্ত করেন। বুধবারই তিনি তার বিচারমন্ত্রীকেও বরখাস্ত করেন।

প্রেসিডেন্ট ময়সের হত্যার ঘটনায় ১৮ কলম্বিয়ান, হাইতির বংশোদ্ভুত ২ আমেরিকানসহ  ইতোমধ্যেই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত