শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে ৬০ কোটি ডলার চায় জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:০২, ১৩ সেপ্টেম্বর ২০২১

৪৫৫

আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে ৬০ কোটি ডলার চায় জাতিসংঘ

আফগানিস্তানে মানবিক সংকট এড়াতে ৬০০ মিলিয়ন (৬০ কোটি ডলার) মার্কিন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। আর এই সহায়তা পেতে সোমবার জেনেভায় একটি সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘ।

মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে চলে যাবার পর গত ১৫ আগস্ট তালেবানের কাছে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। ইতিমধ্যে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান।

আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার আগে থেকেই দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষ আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল ছিল, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। কিন্তু কিন্তু তালেবানের ক্ষমতা দখলের পর সেই সহায়তা হঠাৎ বন্ধ হয়ে যায়। যা দেশটিতে মানবিক বিপর্যয় তৈরি করতে পারে বলে শংকা প্রকাশ করছে জাতিসংঘ।

জাতিসংঘসহ বিভিন্ন সাহায্য সংস্থার কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, খরা, নগদ অর্থের স্বল্পতা ও খাদ্যের অভাবের কারণে দেশটিতে আন্তর্জাতিক সহায়তার ওপর নির্ভরশীল সংখ্যা আরও বাড়তে পারে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত