রোববার   ১৩ জুলাই ২০২৫ || ২৯ আষাঢ় ১৪৩২ || ১৫ মুহররম ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রকাশ্যে থাপ্পর খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৩৫, ৯ জুন ২০২১

আপডেট: ১০:৩৭, ৯ জুন ২০২১

প্রকাশ্যে থাপ্পর খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে নিয়ে বিভক্ত সে দেশের মানুষজন। সাম্প্রতিক ঘটনা প্রবাহই তার জন্য দায়ী। কয়েক দফা আন্দোলনও হয়েছে তার বিরুদ্ধে। পাস করেছে বিতর্কিত কিছু বিল। সেই ক্ষোভ থেকেই হয়তো প্রেসিডেন্টকে থাপ্পর মেরে বসলেন এক যুবক। 

মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এসময় ব্যারিকেডের ওপাশ থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন।

সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন।

ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে তাকে থাপ্পড় মারার দৃশ্য।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্রোঁকে থাপ্পড় মারা যুবককে ছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ঘটনাস্থলে ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেয়া হচ্ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ঘটনার নিন্দা জানিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে, তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত