রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সুচির মুক্তি কামনায় প্রার্থনা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২১

৪১৩

সুচির মুক্তি কামনায় প্রার্থনা

সুচির মুক্তি কামনায় প্রার্থনা
সুচির মুক্তি কামনায় প্রার্থনা

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি সহ আটক নেতাদের মুক্তি ও সুস্থতা কামনা করে সু চির বাসভবনের বাইরে প্রার্থনা করেছেন ইয়াঙ্গুনের নাগরিকরা।

প্রাণহীন হয়ে পড়েছে হাসপাতাল আর সরকারি অফিস। স্টেশন ছেড়ে যাচ্ছে না কোনও ট্রেন। জীবনের ঝুঁকি আছে জেনেও আইন অমান্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রায় ১০ লাখ চাকরিজীবী। অসহযোগ চলমান থাকলে সামরিক শাসকদের আশা বাস্তবায়ন হবে না বলেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

দেশজুড়ে বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিস ও শিল্প কারখানা বন্ধ থাকায় অনেক ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। বিদেশি বিনিয়োগ ও সহায়তা কমে যাওয়ার কারণে দেশটিতে অর্থনৈতিক সংকট বাড়ছে।

এদিকে, সরকারি চাকরিজীবীরা সামরিক সরকারের হয়ে কাজ করতে অস্বীকৃতি জানানোয় দেশটির আমলাতান্ত্রিক কাজ স্থবির হয়ে পড়েছে।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। আর এ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয় স্টেট কাউন্সেলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। এ ছাড়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় সাবেক জেনারেল ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়েকে। এরপর থেকে দেশটিতে নিয়মিত বিক্ষোভ চলছে জান্তার বিরুদ্ধে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত