রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রমজানে কর্মঘণ্টা কমাল আরব আমিরাত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৫২, ১২ মার্চ ২০২৩

২৭২

রমজানে কর্মঘণ্টা কমাল আরব আমিরাত

রমজানে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানো হয়েছে।

এ বিষয়ে একটি আদেশ জারি করেছে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ।

নতুন আদেশ অনুযায়ী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রমজানে আরব আমিরাতে সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার অফিস চলবে নয়টা থেকে বারোটা পর্যন্ত। অর্থ্যাৎ সোম থেকে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা অফিস করতে হবে কর্মীদের। আর শুক্রবার তিন ঘণ্টা।

শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগও দেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র: খালিজ টাইমস

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত