রোববার   ১৯ মে ২০২৪ || ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ময়মনসিংহ মেডিকেলে করোনা শনাক্তের হার ৬.১৭ শতাংশ

স্পটলাইট ডেস্ক

১১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২১

৩৬৭

ময়মনসিংহ মেডিকেলে করোনা শনাক্তের হার ৬.১৭ শতাংশ

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ৩৭৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে
ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ৩৭৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তে ২ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন এবং জামালপুরের ১ জন আছেন। মৃত ৩ জনই নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১১২ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৫ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ৩৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৭৩টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯০৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৮০ জন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত