শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪ || ২২ অগ্রাহায়ণ ১৪৩১ || ০২ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন

০৮:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৫:১৫, ৩০ সেপ্টেম্বর ২০২০

৩২৫০

করোনা বিশ্ব ব্রিফ: নতুন নতুন সংক্রমণে কারফিউ, লকডাউন

•    ভেনেজুয়েলার চিকিতসকরা জানাচ্ছেন, দেশটিতে করোনা ভাইরাসের চিকিৎসা নিশ্চিত করতে গিয়ে, দেশটির অন্তত ২০০ স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে মারা গেছেন।

•    ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির নতুন লকডাউন এক মাস ধরে চলবে, এমনকি তার বেশিও হতে পারে। 

•    কানাডায় করোনা সংক্রমণ বাড়ছে। দেশটির জনবহুল প্রদেশ ওন্টারিও সোমবার ৭০০ নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। যা এই প্রদেশ একদিনে করোনা সংক্রমণে সর্বোচ্চ।

•    কেনিয়া দেশজুড়ে জারি করা কারফিউ আরো দুই মাসের জন্য বাড়িয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, পানশালা আর নাইট ক্লাবগুলো খুলতে পারে, তবে স্কুলগুলো অবশ্যই বন্ধ থাকবে।

•    নেদারল্যান্ডসে করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞাগুলো জোরদার করা হয়েছ। দেশটিতে দ্রুত গতিতে বাড়ছে নতুন সংক্রমন। আর হুশিয়ার করা হচ্ছে এই বলে যে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। 

•    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন ২০২০ এর আজ প্রথম বিতর্ক। মুখোমুখি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাট দলের প্রার্থী, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে গুরুত্ব পাবে করোনা ভাইরাস মহামারি প্রসঙ্গ। এদিকে ট্রাম্প প্রশাসন স্বীকার করে নিয়েছে, গ্রীস্মে শিশুদের স্কুলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভাইরাসটির বিস্তারের ঝুঁকি চাপিয়ে যেতে সিডিসিকে চাপ দেওয়া হয়েছিলো।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত