শুক্রবার   ১৭ মে ২০২৪ || ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৭ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মার্কিন ধর্ম প্রচারকসহ পরিবারের ১৭ জন অপহৃত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৩৫, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৩:৪১, ১৭ অক্টোবর ২০২১

৪৪১

মার্কিন ধর্ম প্রচারকসহ পরিবারের ১৭ জন অপহৃত

যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্ম প্রচারকসহ পরিবারের ১৭ সদস্য অপহরণের শিকার হয়েছেন
যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্ম প্রচারকসহ পরিবারের ১৭ সদস্য অপহরণের শিকার হয়েছেন

ক্যারিবীয় দেশ হাইতিতে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্ম প্রচারকসহ পরিবারের ১৭ সদস্য অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে শিশুও রয়েছে। 

হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে তারা অপহৃত হন। এই খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

হাইতির কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় একটি এতিম খানা ছেড়ে যাচ্ছিল দলটি। তাদের বিমানবন্দরে এগিয়ে দেওয়ার পথে অপহরণের শিকার হন। 

নিরাপত্তা বাহিনীর সূত্রে ফরাসি সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, দলটিকে সশস্ত্র সন্ত্রাসীরা আটক করেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হাইতির বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। এখনও পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। 

গত কয়েক মাস ধরে সন্ত্রাসীরা সীমান্ত, বন্দরসহ শহরের বিভিন্ন জায়গায় চুরি ও নানা অপকর্মের সঙ্গে জড়িত।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জেনিফার ভিয়াও জানিয়েছেন, অপহরণের ঘটনা পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে ওয়াশিংটন। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপরই হাইতিতে রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত