রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফ্রান্স এশিয়ায় সংঘাত চায় না: ইমানুয়েল মাখোঁ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:২২, ১৮ নভেম্বর ২০২২

২৭২

ফ্রান্স এশিয়ায় সংঘাত চায় না: ইমানুয়েল মাখোঁ

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই অঞ্চলের  ‘সংঘাত’ অবসানের আহবান জানিয়েছেন।

ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহবান জানান। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ২১টি শক্তিধর দেশ নিয়ে এপেক গঠিত।

মার্কিন-চীন ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে তিনি এই অঞ্চলে ফ্রান্সের কৌশলগত সম্পর্ক পুনরায় সক্রিয় করতে চাইছেন।

ফরাসি প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে একথা বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়।

ম্যাক্রঁ বলেন, ‘আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি।’

ম্যাক্রোঁ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার ওভারল্যাপিং সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন ,‘এই পরিস্থিতিতে আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল হল গতিশীল ভারসাম্য তৈরি করা।’

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বিশ্বব্যাপী অস্থিরতার একটি প্রধান উৎস হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এটি একটি অত্যন্ত খারাপ কাজ হিসেবে এশিয়া ও অন্যত্র সব দেশের স্বীকৃতি দিতে হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত