বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ || ২ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৬ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোঙ্গার অগ্ন্যুৎপাতে ছড়ানো তেলে ঝুঁকিতে পেরুর সমুদ্র ও বাসিন্দারা

অপরাজেয় বাংলা ডেস্ক

১১:২৯, ২৩ জানুয়ারি ২০২২

আপডেট: ১১:৩০, ২৩ জানুয়ারি ২০২২

৬৯৩

টোঙ্গার অগ্ন্যুৎপাতে ছড়ানো তেলে ঝুঁকিতে পেরুর সমুদ্র ও বাসিন্দারা

টোঙ্গায় সমুদ্রতলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট দুর্যোগ পেরু পর্যন্ত পৌঁছে গিয়েছে। পেরুর রাজধানী লিমা'র উপকূলে তেল ছড়িয়ে পড়েছে।

ফলে ওই উপকূল পুরোটা কালো রং ধারণ করেছে। এছাড়া সামুদ্রিক প্রাণী ও মাছের লাশে ভরে গিয়েছে পুরো জায়গাটি, ছড়াচ্ছে দুর্গন্ধ।

১০ হাজার কিলোমিটার দূরে থাকলেও তেল এসে পৌঁছেছে পেরুর সমুদ্র অঞ্চলে। দেশটি ইতোমধ্যে তিনটি সৈকত বন্ধ করে দিয়েছে।

সমুদ্রের মাছগুলো এখন সব তেলের আস্তরণে মোড়ানো বলে জানিয়েছেন স্থানীয় একজন জেলে জর্গে ডুক। পেরুর পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ১.৭৪ মিলিয়ন বর্গ মিটার এলাকায় তেল ছড়িয়ে পড়েছে এবং এ আয়তন আরও বাড়তে পারে।

এর ফলে যেমন সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে তেমনিভাবে আশেপাশের মানুষদের জন্যও এটি বিশাল হুমকি হিসেবে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে এজন্য।

দূষিত পদার্থের সংস্পর্শে এসে অনেকের শরীরে মাথাব্যথা, চোখ টাটানো, গলায় সমস্যা ইত্যাদি দেখা দিচ্ছে। এ ধরনের সমস্যা দেখলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্তা এলিজাবেথ রোজাস।

সূত্র: সিজিটিএন

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
বিশেষ সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত