শনিবার   ১৮ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় ২৫ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২১

৪৭০

টিকার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় ২৫ লাখ

দেশে করোনাভাইরাসের টিকার অভাব নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভবিষ্যতেও সংকট হবে না। আরও জানান, টিকাসংক্রান্ত অ্যাপে প্রায় ২৫ লাখ নিবন্ধন হয়েছে বলে জানান মন্ত্রী। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা ডেন্টাল কলেজের এক অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপ-আমেরিকার মতো বড় দেশগুলো ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকেই হাসপাতালে টিকা পেয়েছে। ৭০ লাখ টিকার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। পৃথিবীর অন্য দেশের তুলনায় টিকাদান কার্যক্রমে বাংলাদেশ এগিয়ে আছে।’

বিরোধী দলগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, করোনার এই ক্রান্তিকালে বিরোধী দল শুধু সমালোচনাতেই মেতে ছিল। মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেনি।

টিকা নিয়ে সমালোচনা নেই দাবি করে জাহিদ মালেক বলেন, আশপাশের দেশগুলোর চেয়ে করোনা প্রতিরোধে এগিয়ে আছে বাংলাদেশ। এখন আর কেউ টিকা নিয়ে সমালোচনা করে না।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আট সপ্তাহ পর টিকা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের কাছে নতুন করে মেসেজ পৌঁছে যাবে। এ সময় টিকা নেয়ার বয়সসীমা ৪০ বছরই থাকছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্পটলাইট বিভাগের সর্বাধিক পঠিত